শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

অবরুদ্ধ জীবন কাটিয়ে ২৬ কিশোর-কিশোরীর ঘরে ফেরা

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৬ বাংলাদেশি কিশোর,কিশোরীকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর,সাতক্ষীরা,খুলনা ও নড়াইল,টাংগাইল,
মাগুরা,কুড়িগ্রাম ও নারানগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। আইনি সহায়তা দিতে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার,মহিলা আইনজিবী সমিতি ও রাইটস নামে ৩টি এনজিও তাদের গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

জানা যায়, কখনো ভাল কাজ কখনো প্রেমের প্রলোভন দেখিয়ে নারী,শিশুদের ভারতে পাচার করে আসছে একটি চক্র। পরে সেখানে নিয়ে বিক্রি করে ইচ্ছের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ঝুকিপূর্ন কাজে। এমন পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে উদ্ধারের পর মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দেয় ভারতীয় পুলিশ। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিম বঙ্গের একটি হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায়নকেউ কেউ দুই বছর থেকে ৮ বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল।পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

ফেরত আশা কিশোর,কিশোরীরা জানান,
কাউকে প্রেমের প্রলোভনে ভারতে নিয়ে বিক্রি করে দিয়েছিল। অনেকের কাজের কথা বলেও প্রতারনা করে চক্রটি।

ভারতে বিক্রির পর তাদেরকে দিয়ে ঝুকিপূর্ন কাজ করতে বাধ্য করে পাচারকারীরা।

এনজিও সমন্বয়কারী বাংলাদেশ সলিডারিটি সেন্টারের
নূরজাহান রীনা জানান, ২৬ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। পাচারের পর এদের মধ্যে অনেককে ভারতে বিক্রি করে দেওয়া হয়েছিল। এনজিও সদস্যরা আইনী সহয়তা দিবে কিশোর,কিশোরীদের।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান, ২৬ বাংলাদেশিকে আইনী প্রক্রিয়া শেষে এনজিও সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এনিয়ে গত তিন দিনে বেনাপোল চেকপোষ্ট দিয়ে পাচারের শিকার ৪১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।



Our Like Page