তরিকুল ইসলাম :
যশোরের অভয়নগরে চেঙ্গুটিয়া এলাকাবাসীর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৪ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় মহাকাল কলেজিয়েট স্কুলে আশিকুল ইসলামের সঞ্চালনায় প্রীতিভোজে সভাপতিত্ব করেন জনাব মাহফুজুর রহমান। প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা ইউসুফ আলী। এছাড়াও উক্ত প্রীতিভোজে উপস্থিত ছিলেন হাফেজ মাহমুদুর রহমান, আজিজুর রহমান, শাহজাহান হোসেন সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তিগণ।
দর্পণ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দসহ যশোর থেকে আমন্ত্রিত খ্যাতনামা অভিনয় শিল্পী খালিদ হাসান, আলাউদ্দিন ও মাহমুদ হাসান এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।