ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আগামীকাল সারাদেশে ছাত্র-জনতা ❝শহীদী মার্চ❞ আয়োজন করেছে। কেন্দ্রীয়ভাবে ঢাকার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ কর্মসূচি। ঢাকায় অবস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে—আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাতে ও শহীদদের স্মরণে আপনারাও রাজু ভাস্কর্য চত্বরে উপস্থিত থাকুন।এই মর্মে অভয়নগর থানায়ও একই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ , ৫ই সেপ্টেম্বর সকাল ১১ টায় স্বাধীনতা চত্বর থেকে সরকারি নওয়াপাড়া কলেজ সংলগ্ন শহীদ সরণী পর্যন্ত অভয়নগরের “শহীদী মার্চ” পরিচালিত হবে। এই মহৎ কর্মসূচির অংশ হিসেবে আপনাদের নিজ নিজ এলাকা থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে চলুন আমরা একসাথে দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সংগ্রামের পথে অবিচল থাকি।অভয়নগরের সকলকে আহ্বান জানানো হচ্ছে। আপনারা যেকোনো রকমের সচেতনতামূলক ও শহীদদের প্রতি স্মরণার্থে প্লাকার্ড বা ব্যানার তৈরি করে আনতে পারেন। অত্র কর্মসূচীতে উপস্থিত হয়ে শহীদদের স্মরণে আমরা যেন আগামীর পথচলার মনবল সুদৃঢ় করতে পারি এবং সেই সাথে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হই।আয়োজন ও আহ্বায়নে, অভয়নগরের সর্বস্তরের ছাত্রসমাজ