সটাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটক রূপা বেগম (২৬) উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়ার হিরো মোল্যার মেয়ে। অপর আটক মোহাম্মদ সোহাগ (৩২) একই গ্রামের শুক্কুর মোড়লের ছেলে।
এ ব্যাপারে সোমবার (১১ নভেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্ততে রবিবার রাত ৩ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়ায় অভিযান চালায়। এ সময় ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম হেরোইনসহ রূপা বেগম ও মোহাম্মদ সোহাগ নামে দুই মাদক করবারিকে আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।