স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের আমিন ফকির (৮৫) কে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবর মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটের দিকে নিহতের নিজ বাড়িতে।
কবুতর চুরিকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রাকিবুল ইসলাম জানান আমিন ফকির নামের একটা পেশেন্ট আছে মৃত অবস্থায়। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। তার বুকে একটি আঘাতের চিহ্ন আছে কিন্তু মৃত্যুর কারণ পোসমাডাম ছাড়া বলা যাবে না।
তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস বলেন একটা হত্যাকাণ্ডের অভিযোগ পেয়েছি, তবে সত্যতা যাচাই না করে বলতে পারছিনা। বাদির ছেলেরা দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে কে বা কারা কিভাবে হত্যাটি ঘটিয়েছে। মৃত ব্যক্তিকে পোস্টমর্টেমের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মরগে পাঠানোর প্রস্তুতি চলছে।