রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
এক নজরে :
শার্শার অগ্রভুলোট সীমান্তে ইছামতী নদীতে ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী আটক সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

অভয়নগরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু : লাশ ফেলে পালিয়েছে স্বামী

স্টাফ রিপোর্টার:
১২ অক্টোবর রাতে অভয়নগর আড়াপাড়া গ্রাম থেকে ২২ বছর বয়সী গৃহবধু পিতি  মন্ডলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিতি মন্ডলের বাবা উত্তম মন্ডল জানান আমরা খরব পায় আমাদের মেয়ে মারা গেছে, সাথে সাথে আমরা তার স্বামীর বাড়ি আড়পাড়াতে যায়,যেয়ে দেখি খাটের উপর মেয়ের মরাদেহ পড়ে আছে। পরিবারের লোক থানায় যোগাযোগ করলে আনুমানিক রাত ৩ টার দিকে পুলিশ মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পিতির পরিবারের লোক জন দাবী করছে পরিকল্পিত ভাবে মেয়েকে মেরে পালিয়েছে তার স্বামী সৌমিত্র ধর ও তার পিতাঃ অমর ধর। এমনকী তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্তা ও করেনী তার পরিবার।

তারা সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

খবর নিয়ে জানা যায় বছর ২ আগে পরিবারের অমতে সৌমিত্র ধরের হাত ধরে পিতি মন্ডল তাদের বাড়ি চলে যায়।সৌমিত্রের পরিবার নিজেদের দ্বায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর থেকেই সৌমিত্রের পরিবার তাকে মেনে নিতে পারতো না, প্রায় তাদের মধ্য ঝগড়া বিবাদ লেগে খাকতো।

নিহতের শাশুড়ি  স্বপ্না মন্ডল বলছেন তাদের বৌমা নিজেই গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করছে। 

নিহতের দাদা হরিনাথ বিশ্বাস বলেন স্বামী ও তার পরিবার মিলে তাদের বোনকে মারছে। মেরে বাড়ি থেকে সবাই পালিয়েছে। এখন মিথ্যা নাটক সাজাচ্ছে গলায় ফাঁশ দেওয়ার কথা বলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত পিতি মন্ডলের বাবা উত্তম মন্ডল একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোট পেলে প্রকৃত কারণ জানা জাবে মৃত্যুর।

মৃত পিতি মন্ডল বর্তমানে অনার্স প্রথম বর্ষে বাংলা বিভাগে যশোর মহিলা কলেজে পড়াশুনা করতেন।

উল্লেখ পিতির স্বাসী বাংলাদেশ সেনাবাহীনিতে কর্মরত। তিনি পুজার ছুটিতে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছিলেন



Our Like Page