স্টাফ রিপোর্টার:
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ’—এই স্লোগানকে সামনে রেখে অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টায় অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম সীল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, অভয়নগর প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রিপন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের খুলনা মহানগরের সম্মুখসারির যোদ্ধা ও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভয়নগর এর সদস্য সচিব ওয়াফিয়া ওয়ালিদ অর্পা, যুগ্ম সদস্য সচিব তামান্না জামান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, বৈষম্যহীনতা নিশ্চিতকরণ এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য নারী জাগরণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত সকলে সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।