স্টাফ রিপোর্টার :
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গতকাল বিকালে নওয়াপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নজরুল গবেষনা প্রতিষ্ঠান অগ্নিবীনা ও দূর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক এইচ এম সিরাজ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য ডক্টর প্রকৌশলী রফিকুল ইসলাম, মানবাধিকার ব্যক্তিত্ব ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য নুরুল হুদা চৌধুরি মিলু, নাগরিক ভাবনার আহ্বায়ক ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সার ব্যাবসায়ী সমিতির সভাপতি শাহ্ জালাল, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব।