সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

অভয়নগরে নওয়াপাড়া মডেল স্কুলের নয় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার :
এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় অভয়নগরে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রাক্তন নয়জন শিক্ষার্থী দেশের স্বনামধন্য বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের এমন সাফল্যে আনন্দে ভাসছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ উপলক্ষে রোববার সকালে মেধাবী সেই নয়জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ভর্তি পরিক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের গোলাম রসুল শেখের ছেলে তাসনিম ফেরদাউস ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছেন ও সারাদেশে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
এছাড়াও উপজেলার চলিশিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে জাবের আব্দুল্লাহ চাদপুর মেডিকেল কলেজ, বুইবারা গ্রামের ডালিম সরদারের মেয়ে মারোয়া তাবাচ্ছুম হবিগঞ্জ মেডিকেল কলেজ, বুইকারা জগবাবুর মোড় এলাকার নিশাত তাসনিম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নওয়াপাড়া মডেল স্কুল রোডের সৌমিক বিশ্বাস মুগদা মেডিকেল কলেজ, ভাঙ্গাগেট এলাকার তাসনিম ইসলাম খুলনা মেডিকেল কলেজ, মডেল স্কুল রোডের সপ্তর্ষি বিশ্বাস পটুয়াখালী মেডিকেল কলেজ, ধোপাদী পূর্বপাড়ার মুনসুর রহমান মোল্যার ছেলে ইসাসুল হাসান সামুক এসএজি ওসমানী মেডিকেল কলেজ, নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন এলাকার আব্দুল মান্নানের ছেলে আবির আহসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।
শিক্ষার্থী তাসনিম ইসলাম জানান, মা বাবা ও শিক্ষদের নিবিড় পর্যবেক্ষনের কারনেই এত সুন্দর ফলাফল করা সম্ভব হয়েছে। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে মানব কল্যাণে কাজ করতে চাই।
এ ব্যাপারে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, আমাদের স্কুলের প্রাক্তন নয়জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ায় আমরা গর্বিত। আজ তাদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হলো। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।



Our Like Page