সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
এক নজরে :
নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক

অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে : আহত-১৫

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহন নামে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, বিকালে যশোর বাসস্ট্যা- থেকে ৩০ জনের মত যাত্রী নিয়ে এমকে পরিবহন নামে একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। সন্ধ্যায় প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে (ঢাকা মেট্রো ব-১৪-৫৬৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, বাস দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের সামনের অংশ খাদের পানিতে ডুবে যাওয়ায় রাতে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হয়নি। সোমবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে।’



Our Like Page