সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
এক নজরে :
নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক

অভয়নগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু, চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে রুকসানা (১০) ও নানা বাড়ি বেড়াতে এসে দেড় বছর বয়সি আরিয়ান হোসেন নামে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। ভাংচুর এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ৩ টার দিকে উপজেলার বুইকারা গ্রামে রুকসানা এবং একই দিন সকাল ১১ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান হোসেন তার নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
রুকসানা বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আরিয়ান হোসেন মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুপুরে রুকসানা তার কয়েক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় ৩০ মিনিট পর জরুরী বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হত না। আজ চিকিৎসকের কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করছি।’
এদিকে রুকসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে বুইকারা এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে ভাংচুর ও চিকিৎসককে মারপিটের চেষ্টা করে। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত হন। বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে হাসপতাল ভাংচুর ও মারপিটের ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতয়েন করেন।
অপরদিকে আরিয়ান হোসেনের নানা সেলিম বিশ্বাস বলেন, ‘সকাল ১১ টার দিকে আরিয়ান আমাদের বাড়ির পাশে আব্দুল হাকিমের পুকুর পাড়ে খেলা করছিল। কিছু সময় পর আমার স্ত্রীর চিৎকারে জানতে পারি আরিয়ান পুকুরে ভাসছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ‘পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। চিকিৎসকের অবহেলায় রুকসানা নামে রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। জরুরী বিভাগের চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘দুই শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদেরকে শান্তনা দেবার ভাষা আমার নেই। তারপরও সরকারি হাসপাতাল ভাংচুর ও চিকিৎসকদের মারপিট এড়াতে ওসি সাহেবর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা হাসপাতালে রয়েছি।’



Our Like Page