মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
এক নজরে :
অভয়নগরে তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত তরিকুল ইসলাম নেতা কর্মীদের কাছে ছিলেন একজন মহান নেতা – মফিকুল হাসান তৃপ্তি বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ তম মৃত্যু বার্ষিকী পালিত নিজামপুরে বিএনপির বর্ষীয়ান নেতা সাহাজান আলি আলালের ইন্তেকাল -জানাজায় শোকের ছায়া না ফেরার দেশে চলে গেলেন শার্শার উলাশীর বিএনপির কর্মী আব্দুল ওহাব যশোরে ডিবির অভিযানে ৩৫০০ পিচ ইয়াবাসহ আটক-১ যশোরের ৫টি আসনে বিএনপির যারা মনোনয়ন পেলেন ৮৮ যশোর ৪ আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন পেয়ে আনন্দ-উল্লাস থেকে বিরত থাকার আহবান তৃপ্তির

অভয়নগরে পায়রা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে সাত্তার গাজী নামেন এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে এ অনিয়মের ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাত্তার গাজী উপজেলার পায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য।
জানা যায়, সোমবার সকাল থেকে মোট পাঁচটি ওয়ার্ডের মোট ৫০০ লোকের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। তবে সাত্তার গাজী চাল বিতরণ শুরু করলে অনিয়ম শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিজিএফ কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে ৫ থেকে ৭ কেজি চাল দেওয়া হচ্ছে। যদিও প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে।
কার্ডধারী একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সাত্তার গাজী তার নিজস্ব লোকদের বাড়তি সুবিধা দিতে এই অনিয়মের আশ্রয় নিয়েছে। এমনকি বৃদ্ধ নারী পুরুষদের সকাল থেকে দুপুর পর্যন্ত বসিয়ে রেখে মাত্র ৫ কেজি চাল দিয়ে অনেককে বিদায় করা হয়েছে। ভিজিএফের কার্ড না পেয়ে চাল নিতে এসেও ফিরে গেছেন অনেকে।
এদিকে চাল বিতরণের সময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে এমন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাত্তার গাজী বলেন, কার্ডের তুলনায় লোক অনেক বেশি যে কারণে কার্ডধারীদের কিছুটা কম দিয়ে অন্যদেরকে চাল দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন হালদার চাল বিতরণে অনিয়মের সত্যতা শিকার করে বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা চাল পায়নি তাদেরকে ইউপি সদস্য সাত্তার গাজী চাল কিনে দিয়েছে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘এমন অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের অনিয়মের দায় উপজেলা প্রশাসন নিবেনা।’



Our Like Page