স্টাফ রিপোর্টার :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের অভয়নগরে পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মাদ্রাসার মাঠে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করা হয়।
পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থী মাওলানা হাবিবুর রহমানের সঞ্চলনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যপক ড. মুহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ – ব্যবসায়ী ও সমাজ সেবক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, পায়রা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা।