স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগর উপজেলার বুইকরা মৌজায় অবস্থিত সরখোলা গ্রামে প্রতিক্ষের জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠছে। এ ঘটনায় আদালত শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে সরখোলা গ্রামে মৃত মোহাম্মাদ আলী গং ও মৃত তুরফান সরদার গং এর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছে। গত ২০১০ সালে ওই বিবাদ স্থানীয় নওয়াপাড়া পৌরসভার মেয়র বিচার করে একটি লিখিত রায় প্রদান করেন। রায়ে উল্লেখ আছে আদালত থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওই জমিতে কোন পক্ষ স্থাপনা নির্মাণ করতে পারবে না।
কিন্তু পৌর সভার ওই রায় উপেক্ষা করে তুরফান সরদার গং গত ১৪ জুলাই বিবাদমান জমির উপর থেকে জোর পূর্বক গাছপালা কেটে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। এ ঘটনায় মোহাম্মাদ আলীর ছেলে লিটন সরদার বাদি হয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে গত ২০ জুলাই তা মহঞ্জুর করে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অভয়নগর থারার অফিসার ইনচার্যকে নির্দেশ দিয়েছেন।
আদালতের নির্দেশ পেয়ে থারার অফিসার ইনচার্য এস আই মিলনকে তদন্তকারি কর্মকর্তা নিযুক্ত করেন। এসআই মিলন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেছেন।