অভয়নগরে আর্মি অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ রশিদ-রুহুল-সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে নওয়াপাড়া গুয়াখোলা থেকে তাদের আটক করে। আর্মি জানায়, ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা) দ্বারা প্রদত্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভয়নগর এলাকার বউবাজার গ্রামে শীর্ষ মাদক ব্যাবসায়ী রুহুল আমিন বিশ্বাস(৪৩) ও সেন্টু আহমেদ (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে। এছাড়াও তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার গুয়াখোলায় অবস্থানরত মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামে একজন ইয়াবা ব্যাবসায়ীর তথ্য পাওয়া যায়।
এরই সূত্র ধরে ১৫ নভেম্বর রাতে ক্যাপ্টেন সাফিনের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক উক্ত এলাকাসমূহে মাদক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মাদক এবং ধারালো অস্ত্রসহ রুহুল আমিন বিশ্বাস(৪৩), সেন্টু আহমেদ (৫২) ও মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামের তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে জব্দকৃত মালামাল হলো- দেশি ধারালো অস্ত্র – ১৯ টি, চাইনিজ কুড়াল – ৩টি, ইয়াবা – ৪১৮ পিস, গাজা – ১৫০ গ্রাম, দেশী মদ – ১০ লিটার, নগদ টাকা – ৭৫০০/-, টানা মোটরসাইকেল – ১টি (১৫০ সি সি), মোবাইল ৩টি।
ঘটনাস্থল হতে সর্বমোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, নওয়াপাড়া বউ বাজারের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস(৪৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে সেন্টু আহমেদ (৫২), বুইকরা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মো: আ: রশিদ বিশ্বাস (৪৮)।