স্টাফ রিপোর্টার:
দূবৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত অভয়নগরের ডহর মশিহাটি গ্রামে হিন্দু পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। আজ বিকালে ডহর মশিয়াটিতে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব ও যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, যশোর জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক অলোক ঘোষ, যুগ্ম-আহবায়ক এ্যাড. সুদীপ্ত কুমার, সম্মানিত সদস্য ডাঃ এম কে ঘোষ, সদস্য সন্তোষ স্বর, সুব্রত ঘোষ শুভ, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান( হাবিব), সুন্দলী ইউনিয়ন বিএনপি নেতা হরিচাঁদ মল্লিক, শরৎ চন্দ্র বিশ্বাস, গোপাল চন্দ্র মন্ডল, প্রকাশ রক্ষিত, গনেশ বিশ্বাস, প্রকাশ সাহানী, সুজিত সরকার, পরিমল মন্ডল, অমিও মন্ডল,মৃনাল কান্তি হালদার, স্বীকৃতি পাড়ে,হরিদাস বিশ্বাস, অশোক ধর, প্রমুখ -সহ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন হিন্দু সম্প্রদায়ের যেকোনো সংকটে আমরা আপনাদের পাশে আছি এবং বিএনপির আপনাদের বিপদে পাশে আছে থাকবে। কৃষক দল নেতা তরিকুল হত্যা মামলায় ও হিন্দু বাড়িতে হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের তদন্ত করে শাস্তির ব্যাবস্থা করতে হবে। এই দুটি অপরাধে কোনো নিরপরাধ ব্যাক্তি যেনো হয়রানির স্বিকার না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখার আহবান জানান।এ সময় ক্ষতি গ্রস্ত পরিবার গুলিকে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়।