রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

অভয়নগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে অভয়নগর থানা ও পৌর যুবদল ছাত্রলের আয়োজনে উপজেলার নওয়াপাড়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ্ আসাদ, শ্রমিকদল নেতা রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিপু, বিএনপি নেতা ফারাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সদস্য মাসুদ রানা, উপজেলা কৃষকদলের সভাপতি প্রফেসর নুরুজ্জামান, জেলা যুবদলেব সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেনসহ অন্যন্যরা।
এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন ও রমজান হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসীদের হাতে মতিয়ার রহমান মতি নামের একজন ঘাট শ্রমিক নিহত হন। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখপূর্বক অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম।



Our Like Page