স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অহিদুল ইসলাম (৩৬) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫শ’ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। মাদক কারবারি অহিদুল ইসলাম বুইকারা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চৌকশ দল বুইকারা গ্রামে অভিযান চালায়। এসময় ৫শ’ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।