শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

অভয়নগরে যৌথ অভিযানে রিপন ও ইমন আটক : পিস্তল-গুলি ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার :
অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মো. নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

অপর আটক এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে। তার কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধ উদ্ধার করা হয়।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকশ দল উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ নুরুজ্জামান রিপন নামে এক যুবককে আটক করা হয়।
একই দিন রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধসহ এনামুল হাসান ইমন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।



Our Like Page