
স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে ছুরিকাঘাতে নিহত রবিউল হাওলাদার (৪৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাতে নিহতের মেয়ে রহিমা খাতুন বাদী হয়ে দুই জনের নামে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুুল ইসলাম (২০) ও একই এলাকার মোহাম্মদ বাবু ওরফে র্যাব বাবুল ছেলে শাহীন (২২)।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল হাওলাদারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করেন ওহিদুল ইসলাম ও শাহীন। রবিবার ভোর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, ‘রবিউল হাওলাদার হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত দুই আসামি ওহিদুল ও শাহীনকে গ্রেপ্তারপূর্বক যশোরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’