শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

অভয়নগরে রাজমিস্ত্রীর হেলপার থেকে কোটিপতি

স্টাফ রিপোর্টার :
অভয়নগরে রাজমিস্ত্রীর হেলপার থেকে কোটিপতি বনে গেছেন ইউনূফ বিশ্বাস নামের এক যুবক। জনমনে প্রশ্ন উঠেছে ২ বছর আগেও যিনি ছিলেন রাজমিস্ত্রীর হেলপার এখন কিভাবে হয়ে উঠেছেন কোটি টাকার মালিক।

এলাকাবাসীর অভিযোগ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আক্কাস বিশ্বাসের ছেলে ইউসুফ বিশ্বাস ২ বছর আগে তিনি রাজমিস্ত্রীর হেলপার ছিলেন। বিগত ২ বছরের মধ্যে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার করে সে আজ হয়ে উঠেছে কটি টাকার মালিক। তার বিপক্ষে কথা বললেই করা হয় হামলা মামলা। সুকৌশলে গ্রামের কিছু লোক দিয়ে পরিচালনা করে থাকেন মাদক ব্যবসা। অল্প দিনের মধ্যে গড়েছেন আলিশান বাড়ি কিনেছেন ৪ টা মোটরসাইকেল ও ২ টা প্রাইভেট কার। তার নামে রয়েছে মাদক মামলা। এলাকাবাসী হতবাক কিভাবে হঠাৎ এত টাকার মালিক হলেন ইউসুফ বিশ্বাস।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ ওঠা ইউনূফ বিশ্বাস জানান, আমার নামে ওঠা অভিযোগ গুলি মিথ্যা। আমি এক সময় রাজমিস্ত্রীর হেলপার ছিলাম। পরে আমি এখন নওয়াপাড়া ট্রেডার্স এর ঘাটের কাজ করি।
আলিশান বাড়ি ৪ টা মোটরসাইকেল ও ২ টা প্রাইভেট কার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার একটি মোটরসাইকেল ছাড়া কিছুই নেই এবং ব্যাংকে কোন টাকাই নেই। মাদক মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এক সময় মাদক সেবনের সাথে জড়িত ছিলাম তার জন্য একটি মাদক মামলা আছে আমার নামে। আমি মাদক কিনা-বেচার সাথে জড়িত নই।

অভয়নগর থানার নবাগত অফিসার ইন-চার্জ ওসি মোঃ এমাদুল কবির জানান, অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। তিনি আরও জানান অভয়নগরের সাধারণ মানুষকে সাথে নিয়ে পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন এবং তা চালিয়ে যাবেন। অভয়নগর বাসীর নিকট তিনি সহযোগিতা চেয়েছেন।



Our Like Page