স্টাফ রিপোর্টার:
সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে যশোরের অভয়নগরে শ্রমিক দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার আয়োজনে রবিবার (৩ নভেম্বর) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. রবিউল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুজ্জামান টুলুর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিঞা মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ্ আলম রাজা, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মীর জাহিদুল ইসলাম ও সাংগঠিক সম্পাদক মো. শমশের আলম।