মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

অভয়নগরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধে প্রশাসনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার:
সন্ধ্যার পর যত্রতত্র শিক্ষার্থীদের আড্ডা ও অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিহতের চেষ্টা করাসহ নূরবাগ এলাকায় ফুটপাত দখলমুক্ত করণের পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, ট্রাকে কয়লা বা বালিভর্তি করার পর মহাসড়কে চলাচলে ত্রিপল বা কাপড় ব্যবহার করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সভা থেকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, হেফাজতে ইমলাম অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য জাকির হোসেন প্রমুখ।



Our Like Page