
স্টাফ রিপোর্টার :
১৭ নভেম্বর যশোরের অভয়নগর সেনাবাহিনী ক্যাম্প, ১৪ বীর বরাবর ছেলের বিরুদ্ধে মাদকের অভিযোগ করেন মা হোসনে আরা বেগম। তিনি উপজেলার গুয়াখোলা গ্রামের শাহী মোড় আদর্শপাড়া এলাকার মৃত মোনতাজ মোল্যার স্ত্রী। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে উপজেলার বুইকারা গ্রামের পূর্বপাড়ায় হুমায়ুনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানের এক পর্যায়ে ৩টি ধারালো অস্ত্র, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল, ২টি মোবাইল ফোনসহ অভিযুক্ত ছেলে মোহাম্মদ সাজ্জাদ মোল্যা (২৮) ও বাড়ির মালিক মৃত সহিদুল ইসলামের ছেলে মাদক কারবারি মো. হুমায়ুনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ওই রাতে উপজেলার সিরাজকাঠি গ্রাম থেকে মৃত বাবর আলীর ছেলে অপর মাদক কারবারি মোহাম্মদ ইব্রাহিম শেখকে আটক করে সেনাবাহিনী।
আটক ৩ জনেকে জব্দকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ (২০ নভেম্বর) বুধবার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। এদিন দুপুরে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্প, ১৪ বীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।