শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

অভয়নগর উপজেলা পানি কমিটির সভা : টিআরএম প্রকল্প চালুর পর নদী খননের দাবি

স্টাফ রিপোর্টার :
টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প চালু করার পর নদী খননের দাবি করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা পানি কমিটির সভা থেকে এ দাবি করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উত্তরণ ও উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা পানি কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
উপজেলা পানি কমিটির সহ-সভাপতি আক্তারুজ্জামান তরফদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পানি বিশেষজ্ঞ হাশেম আলী, উপজেলা পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন গাজী, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, অভয়নগর পানি কমিটির সাংগঠনিক সম্পাদক মোল্যা হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদার, বিকাশ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা পানি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে টিআরএম প্রকল্প চালু করতে হবে। আর এই প্রকল্প চালুর পরই নদী খননের কাজ শুরু করতে হবে। ভবদহ সংশ্লিষ্ট সকল কাজ সেনাবাহিনীর মাধ্যমে করাতে হবে। ভবদহ অঞ্চলে মৎস্যঘের নীতিমালার বাস্তবায়ন করতে হবে। জলাবদ্ধতা নিরসণে পানি উন্নয়ন বোর্ডকে জনগণের মতামতের ভিত্তিতে কাজ করতে হবে।



Our Like Page