স্টাফ রিপোর্টার:
অভয়নগর থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল ওয়াদুদ মোল্লার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া পৌর সভার ৭নং ওয়ার্ডের সিরাজকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মরহুম বিএনপি নেতার কবর জিয়ারত করেন অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি সহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল,মরহুম ওয়াদুদ মোল্লার ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান (হাবিব), সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অনিক, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা,অভয়নগর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিম আল রিয়াজ, শ্রমিক দল নেতা মানিক হাওলাদার, মসজিদের ইমাম সালাউদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম ডি অপু,বিএনপি নেতা রবিউল ইসলাম, যশোর জেলা ছাত্র দলের সদস্য জাকির হোসেন রাজ,নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম ব্যাপারি,সবেক ছাত্রদল নেতা মোস্তফা গালিব মোল্লা, নওয়াপাড়া কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল বিশ্বাস,বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ওয়ালিদ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।