স্টাফ রিপোর্টার :
অভয়নগর প্রেসক্লাবের অগণতান্ত্রিক কমিটির সভাপতি মো: আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাপ্পি পদত্যাগ করেছেন। প্রেসক্লাবের গণ তান্ত্রিকভাবে নির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম এর কাছে বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে তারা পদত্যাগ পত্র জমা দেন। তাদের পদত্যাগের মাধ্যমে উপদেষ্টা নির্ভর ওই অগণতান্ত্রিক কমিটির বিলুপ্ত ঘোষিত হয়।
আব্দুল হালিম বাপ্পি বলেন, আমি অন্যের দ্বারা প্ররোচিত হয়ে উপদেষ্টা নির্ভর ওই কমিটিতে যোগ দিয়েছিলাম এখন আমার ভুল বুঝতে পেরে প্রেসক্লাবের মূল অংশে ফিরে এসেছি। তারা এখন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমি একমত হবো।
আমানুল্লাহ বলেন প্রেসক্লাবের স্বার্থে আমি পদত্যাগ করেছি। আমার পদত্যাগের মাধ্যমে দুই অংশের বিভেদ মিটেছে।
প্রেসক্লাবের মূলধারা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম বলেন, আমাদের দীর্ঘদিনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। আমরা সম্মিলিতভাবে পূর্বের অফিসে আজ একত্রিত হয়েছিলাম সেখানে আমরা মিষ্টিমুখ করেছি। আশা করি আগামী দিনগুলো সকলে একসাথে দৃঢ় ঐক্যবদ্ধভাবে চলবো। এবং সেই সাথে আব্দুল হালিম বাপ্পিকে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে সংযুক্ত করা হয়।