শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

অভিভাবকহীন শিশু কাদের’র নিরাপত্তা ও নিরাপদ হেফাজতের আবেদন

গাজী হাবিব, সাতক্ষীরা:

সাতক্ষীরায় ঘুরে বেড়ানো অভিভাবকহীন শিশু আব্দুল কাদেরের নিরাপত্তা ও নিরাপদ হেফাজতের আবেদন করা হয়েছে। 

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান এই আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আব্দুল কাদের খুলনা জেলার বাঁশতলা এলাকার রিয়াজ আলী ও খাদিজা খাতুন দম্পতির ছেলে। তার চাচার নাম শহিদুল এবং মামার নাম কুরবান ও মফিজুল। সে গত ২২ ফেব্রুয়ারি রাতে গুনাকরকাটি ওরছ/মাহফিলে ভিক্ষা করছিল। তার মাধ্যমে জানা যায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছ গ্রামের শহিদুলের ছেলে আহাদ তাকে নিয়ে এসে ভিক্ষাবৃত্তি করায়। এলাকার লোকজনের সন্দেহ হলে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা শিশু আব্দুল কাদের সম্পর্কে আইননুগ কোন তথ্য দিতে না পারলে ওখান থেকে কৌশলে কয়েক জনের সহায়তায় চলে যায়।

শিশু আব্দুল কাদের সম্পর্কে  মাদারবাড়িয়া (শ‌ওকত মাস্টারের মোড়- প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের ছেলে রিয়াদ (আশাশুনি প্রাণিসম্পদ অফিসে চাকরি করেন ০১৭১৬ ৬৬৪৭৬১) ঘটনাটি জানে। একই গ্রামের পলাশ ওরফে বাদশা ও আছাফুর (০১৭৩৮০৪০০৬৩) (এই দুই ভাই আগে প্রবাসে ছিল এখন ঢাকাতে ব্যাগের কারখানা আছে) অবগত করে প্রতিবেশি ডাব বিক্রেতা সুজনের কাছে রাখে (অজিয়ারের ছেলে নাইম ০১৭৪৬ ৬৬৫১০৮ প্রথমে এই শিশু আব্দুল কাদেরকে চিহ্নিত করে) এবং আপাতত তার কাছেই আছে।

আবেদনে আরো বলা হয়েছে, শিশু আব্দুল কাদেরের মাতা (খাদিজা) তার চাচার (শহিদুল) সাথে নিরোদ্দেশ। গত আড়াই মাস আগে (শিশুর ভাষ্যমতে) আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছ গ্রামের (এস‌এস ও টিটি ভাটার পাশে) শহিদুল এর ছেলে আহাদ, (রিয়াজ বোনের জামাই) নিয়ে আসে।

এসব কারন উল্লেখ করে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান শিশু আব্দুল কাদেরকে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু সদনে (বালক) রাখার সুব্যবস্থা ও প্রকৃত অভিভাবক চিহ্নিত করে তাকে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।



Our Like Page