প্রিয়ব্রত ধর :
৯ অক্টোবর সকাল ৮ টা থেকে ভবদহ জলাবদ্ধ অঞ্চল পরিদর্শণ করছেন আইডব্লিউএম টিম। যশোর সদর থেকে শুরু করে মনিরামপুর উপজেলার হাজিরহাট, অভয়নগর সুন্দলী ইউনিয়নের সুন্দলী,ডহর মশিয়াহাটি,ডাঙ্গা মশিয়াহাটি সরেজমিন পরিদর্শণ করেন এই টিম। এ সময় শত শত স্থানীয় লোকের সঙ্গে টিমটি মত বিনিময় করে থাকেন। খোঁজ খবর নেয় অত্র এলাকার খাল,ব্রীজ, রাস্তার কোথায় কী অবস্থা, কোন খাল কোথায় সংযুক্ত হয়েছে।
দুপুর ১২ টায় পরিদর্শণ করেন আমডাঙ্গা খাল, কোথায় উৎপত্তি কোথায় শেষ। কোথায় সংষ্কার দরকার। টিমটি দুপুর ১ টায় অবস্থান করে ভবদহ সুইট গেটে। সেখানে টিমটি তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এখান থেকে রওনা হয় হরিনদীর বর্তমান অবস্থা দেখার উদ্যেশে। কপালিয়া ব্রিজ,শোলগাতী ব্রিজ পরিদর্শণ শেষে খুকশিয়া বীলের টি আর এম পরিদর্শন করে।
টিমটি বোঝার চেষ্টা করে টি আর এম সুফল বয়ে আনবে কী না।
দুই সদস্য বিশিষ্ঠ আইডব্লিউএম টিমের প্রধান শেখ নাহিদুজ্জামান সিনিয়র স্পেসালিস্ট( উপকুল,বন্দর ও মোহনা বিভাগ) টিমের সঙ্গে এ উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ তিনি বলেন, আমাদের আন্দোলন সফলতা পেতে যাচ্ছে আগামী ১০অক্টোবর পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সরাসরি ভবদহ অঞ্চল, ভবদহ সুইচ গেট, আমডাঙ্গা খাল পরিদর্শণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, শিব পদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, কানু বিশ্বাস, সাংবাদিক প্রিয়বত ধর, সহ অনেকেই।