রানা, ইউরোপ প্রতিনিধি :
প্রায় তিন বছরের কাছাকাছি সময়ের মধ্যে তৃতীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পর্তুগালে! জনমত জরিপের বিচারে স্থিতিশীল সরকার গঠিত হওয়ার সম্ভাবনা কম, আরো অস্থিতিশীল হতে পারে রাজনৈতিক পরিস্থিতি।
অর্থনীতি, স্বাস্থ্য, বাসস্থানের মতো বড় ইস্যু সামনে থাকলেও, কট্টর ডানপন্থীদের মূল আলোচ্য ইস্যু অভিবাসন। অভিবাসন নিয়ে কট্টর ডানপন্থীদের তীব্র বিরোধিতা, কিছু মিথ্যা প্রোপাগান্ডার জেরে ডান ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোও গুরুত্বপূর্ণ ইস্যু রেখে ভোট পেতে কঠোর অভিবাসন নিয়ে কথা বলছে।
নির্বাচন পূর্ববর্তী সর্বশেষ জনমত জরিপে বামপন্থী দলগুলোর ভরাডুবি হওয়ার সম্ভবনা বেশি, এগিয়ে থাকা AD জোটের সাথে অর্থনীতিসহ অধিকাংশ ইশতেহারে মিল থাকায় ৭% ভোটারের সমর্থনপুষ্ট দল IL এর সাথে হতে পারে বর্তমান ক্ষমতাসীনদের নির্বাচন পরবর্তী জোট। অন্য রাজনৈতিক দলগুলোর দ্বিমত না থাকলে মেজরিটি আসন না পেলেও পুনরায় মাইনোরিটি সরকার গঠন করতে পারে AD।
এবারের নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভবনা নেই কোনো দলের, জোটগত সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনও চ্যালেঞ্জের হবে। ফলে দীর্ঘকালীন রাজনৈতিক সংকট আরো প্রকট হওয়ার সম্ভাবনা।