শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

আড়াই মাসের সন্তানকে পুড়িয়ে হ’ত্যা’র দৃশ্য দেখে ফেলায় মাকেও পি’টি’য়ে হ’ত্যা, মেয়ে আটক

গাজী হাবিব, সাতক্ষীরা :
সাতক্ষীরায় আড়াই মাসের মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনা দেখে ফেলায় মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে সাতক্ষীরা সদরের নুনগোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শান্তা নামের এক নারীকে আটক করেছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আজহারুল ইসলামের মেয়ে আশরাফি (দুই মাস) ও সদর উপজেলার নুনগোলা গ্রামের খোদাবক্স মেম্বরের স্ত্রী নিহত শিশু আশরাফির নানী হোসনেআরা বেগম (৬৫)।

গ্রেপ্তারকৃত শান্তা (২৫) কুশখালি গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী ও নুনগোলা গ্রামের মৃত খোদাবক্স মেম্বরের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শান্তা তার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এসময় শান্তার মা বিষয়টি দেখে ফেলার কারণে শান্তা তার মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শিললুর রহমান ঘটনাস্থলে গিয়ে শান্তাকে আটক করেন এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়রা আরও জানান, শান্তা স্বাভাবিক মস্তিস্কের নারী ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার জনৈক আজহারুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বুধবার স্বামীর সাথে মেয়ে আশরাফীকে নিয়ে নুনখোলা গ্রামের পিতার বাড়িতে বেড়াতে আসেছিলেন শান্তা। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান আজহারুল ইসলাম। এরপর বিকেল তিনটার দিকে ওই ঘটনা ঘটে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তা মানসিক ভারসাম্যহীন ছিলো। দুই মাসের শিশু আশরাফিকে উনুনের মধ্যে পুড়িয়ে হত্যার দৃশ্য তার মা হোসনেআরা দেখে ফেলায় মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে শান্তা। পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে শান্তাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



Our Like Page