যশোর প্রতিনিধি :
যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস উত্তীর্ণ নবম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই সকালে মেডিকেল কলেজের ডা. মো: সালাহ্ উদ্দিন খান লেকচার থিয়েটারে প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। আজ থেকে ৪৫ জন দেশি-বিদেশি নবীন চিকিৎসক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগদান করলেন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। তিনি ডাক্তার হিসেবে নিজেদের সুশীলতা-¯স্নিগ্ধতা, সুনিপুতার চর্চা করার আহবান জানিয়ে বলেন, কয়দিন আগে তোমরা আমাদের ছাত্রী ছিলে। আজ আমাদের সহকর্মী। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। রোগীদের সাথে আন্তরিক দরদী ব্যবহারের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।
সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. এসএম আবু আহসান, অধ্যাপক ডা. বদরুন্নেসা বেগম, অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, অধ্যাপক ডা. মারুফা আখতার, সহযোগী অধ্যাপক ডা. মো: আফজাল হোসেন খান।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. শর্মিষ্ঠা ঘোষ। সঞ্চালনা করেন প্রভাষক ডা. রোকসানা হাবিব।
ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান ইন্টার্ন কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান। অনুষ্ঠান শেষে শিক্ষকদের সাথে ফটো সেশনে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা।
অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাযমুদ্দিন আহরার।
উল্লেখ্য, নবীন এই চিকিৎসকরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস চ‚ড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৮১ দশমিক ৮২ শতাংশ। পাশের হারের দিক থেকে ২৪টি মেডিকেল কলেজের মধ্যে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান সপ্তম।