স্টাফ রিপোর্টার, বেনাপোলঃ
সন্ত্রাসীদের অভয়ারন্যের কারনে আ,লীগের শাসনামলে র্শাশার আতঙ্কের জনপদ ছিল কনেদাহ গ্রাম।
শার্শার উলাশী ইউনিয়নে আ,লীগের সাবেক চেয়ারম্যান আয়নাল হোসেন এর নেতৃত্বে প্রায় ডজন খানেক হত্যা হয়েছে। আয়নাল কন্যাদাহ গ্রামে মাছের ঘের দখল জমি দখল বাওড় দখল সহ নানা ধরনের অপকর্ম করছে। তার মুল নেতৃত্বে ছিল শাশার সাবেক এমপি আফিল উদ্দিন। এই আফিলও মানুষের জমি দখল করেছে। বর্তমানে সে পলাতক রয়েছে। আয়নাল হক শার্শারর সাবেক এমপি আফিল এর ইন্ধনে গড়ে তোলে এক বিশাল সন্ত্রাসী বাহিনী। যে বাহিনী শুধু কন্যাদাহ এবং উলাশী ইউনিয়ন নয় এরা দাপিয়ে বেড়িয়েছে গোটা উপজেলা। যখন তখন যাকে তাকে ধরে গাছের সাথে বেধে মারধর, হত্যা করে লাশ গুম সহ নানা ধরনের অভিযোগ রয়েছে আয়নাল বাহিনীর বিরুদ্ধে। আয়নাল যাতে আর মাথা চড়া না দিয়ে উঠে কোন মায়ের বুক খালি না হয় সে দিকে সকল বিএনপি নেতা কর্মীর সজাগ থাকতে হবে বলে নেতা,কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শার্শার উলাশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উলাশী ইউনিয়ান বিএনপির আয়োজনে ইউনিয়নের কন্যাদাহ প্রাথমিক স্কুল মাঠে বিএনপি নেতা হযরত আলীর সভাপতিত্বে বিএনপি নেতৃবিন্দ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, শাশা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু।
অনুষ্ঠানে অরান্যদে মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির যুগ্স আহবাহক আবুল হাসান জহির,সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাধারন সম্পাদক আবু তাহের ভারত,শাশা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজ্জোহা সেলিম,শার্শা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ ও বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।