শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

আ’লীগ নেতার অনুসারীরা রাজনৈতিক খোলস বদলে এখনও অধিপত্য বিস্তারে লিপ্ত

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি:
মোংলায় আ’লীগ নেতা চিলা ইউপি চেয়ারম্যান আকবর গাজীর আনুসারীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন মৎস্য ব্যবসায়ী বিএনপি কর্মী মোঃ ইব্রাহীম বয়াতি(৫০)। প্রভাবশালী ওই চেয়ারম্যানের কাছে পাওনা টাকা আদায়ে আইনশৃংলা বাহিনীর দপ্তর অভিযোগ দাখিল করায় তার উপর এ হামলা চালানো হয়। মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বৈদ্যমারী বাজার এ হামলার ঘটনা ঘটে। ছাত্র-জনতার আন্দোলেনে আ’লীগ সরকারের পতন হলেও মোংলা চিলা ইউপি চেয়ারম্যান ও তার অনুসারীরা রাজনৈতিক খোলস বদলে এখনও অধিপত্য বিস্তার করছে।
এ বিষয় গতকাল বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে স্ত্রীসহ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে সাবেক যুবদল কমী ও বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ ইব্রাহীম বয়াতি অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যায় জয়মনি থেকে মোংলার উদ্দ্যেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বৈদ্যমারী বাজার অতিক্রম করার সময় আমিনুল ইসলাম মিঠু, মনি শেখ , ওসমান খান, মোতাহের খান, তালেব খাঁন, মিরাজুল শেখ ,মাহাবুল ফকির. ইমরান ফকির সহ আরো ১০/১৫ জন তার গতিরোধ করে। পরে একটি কাকড়ার দোকানের মধ্যে নিয়ে সকলে মিলে বেদড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় রাতে তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরও বলেন, আমিনুল ইসলাম মিঠু বর্তমান চিলা ইউনিয়নের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান আকবর গাজীর শ্যালক। গত ৩ ডিসেম্বর জয়মনির ঘোল বাজার বিএনপি অফিসের সামনে পাওনা টাকা নিয়ে চেয়ারম্যান আকবর গাজীর বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে চেয়ারম্যানের চাচা শ্বশুর জাকির হোসেন ঝংকার ফকির, আমিনুল ইসলাম মিঠু ফকির তাকে সন্ত্রাসী কায়দায় ১০/১৫ টি মটর সাইকেলে লোক নিয়ে প্রথম দফায় মারপিট করে। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার ফের হামলা মারধরসহ মেরে ফেলবে বলে হুমকি দেয় হামলাকারীরা। এ চক্রের সদস্যরা ৫ আগষ্ট পরবর্তী বিভিন্ন লোকের মৎস ঘের জোর পূর্বক দখল ও লুটপাট চালাচ্ছে বলে আভিযোগ।
এ বিষয় মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, প্রথম দফায় মোঃ ইব্রাহীম বয়াতি উপর হামলার ঘটনা ঘটেছিল তখন পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। দ্বিতীয় দফায় হামলার ঘটনা সুনেছেন তবে অভিযোগ না পাওয়ায় মামলা নেয়া হয়নি।



Our Like Page