সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

আস-সুফিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা

আতিকুর রহমান সাগর :
বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে আস-সুফিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ। তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ নভেম্বর, শুক্রবার, ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে থাকবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব এবং আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিসম্পন্ন গুণীজনদের সংবর্ধনা।

সকাল থেকে শুরু হবে এই উৎসবের প্রথম পর্ব। উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদরা। তাঁরা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং আস-সুফিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের তিন বছরের কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করবেন।

উদ্বোধনের পরেই শুরু হবে সাহিত্যবিদ্যা প্রকাশনার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এতে থাকবে দেশের সুপরিচিত লেখক ও উদীয়মান সাহিত্যিকদের সৃষ্টিশীল রচনা, যার মধ্যে রয়েছে কবিতা, প্রবন্ধ, গল্প এবং গবেষণা নিবন্ধ। এই প্রকাশনার উদ্দেশ্য হচ্ছে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করা। প্রকাশনা পর্বে লেখকরা তাঁদের নিজস্ব রচনাগুলো পাঠ করবেন, যা শ্রোতাদের মধ্যে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।

পরবর্তী পর্বে থাকছে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা, যেখানে বিভিন্ন দেশের প্রথিতযশা সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা সংবর্ধিত হবেন। অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা তাদের হাতে তুলে দেওয়া হবে। তাঁদের মধ্যে আছেন সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা রাখা ব্যক্তিরা, যাঁদের জন্য বাংলা সাহিত্য আজ বিশ্বমঞ্চে আলোচিত। এই গুণীজনেরা তাঁদের অভিজ্ঞতা, সৃজনশীলতার প্রেক্ষাপট এবং নিজস্ব সংস্কৃতি নিয়ে আলোচনা করবেন, যা শ্রোতাদের এক আন্তর্জাতিক সাংস্কৃতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের শেষাংশে থাকবে কবি সম্মেলন ও সাহিত্য আলোচনাসভা। এই পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিরা তাঁদের লেখা কবিতা আবৃত্তি করবেন এবং সাহিত্য ও সংস্কৃতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এখানে সাহিত্যিক ও পাঠকরা নিজেদের ভাবনা বিনিময় করবেন এবং বাংলা সাহিত্যের বিকাশে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন।

আস-সুফিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং বাংলা সাহিত্যের সম্প্রসারণে ও এর সৃজনশীল শক্তিকে জাগ্রত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



Our Like Page