শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শশীভূষণ থানা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

ভোলাপ্রেতিনিধি :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ শাখার আওতাধীন শশীভূষণ থানা শাখার থানা সম্মেলন ২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুবায়ের আহমেদ রাতুল, সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ।

সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ ফয়জুর রহমান মিয়াজী, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শশীভূষণ থানা শাখা, এবং সঞ্চালনা করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সালাউদ্দিন আইয়ুবী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শশীভূষণ থানা শাখা, হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিয়াজী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শশীভূষণ থানা শাখ. শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ, সোহরাব হোসেন সোহাগ, ছাত্র ও যুব বিষয় সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শশীভূষণ থানা শাখা, হাবিব শাহ খন্দকার, সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন, শশীভূষণ থানা শাখা।

সম্মেলনে বক্তাদের বক্তব্যে বক্তারা বলেন, “বর্তমান দলীয় শাসনব্যবস্থার মাধ্যমে জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। এজন্য ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”

তারা আরও বলেন, “জাতির ভাগ্যোন্নয়নের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। প্রচলিত রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জনগণের স্বার্থকে বিসর্জন দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।”

নবগঠিত কমিটি (২০২৫ সেশন)

🔹 সভাপতি: মোঃ জাহিদুল ইসলাম
🔹 সহ-সভাপতি: মোঃ ফোরকান
🔹 সাধারণ সম্পাদক: এইচ এম মাকসুদুর রহমান

সম্মেলনের শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের পতাকাতলে থেকে আদর্শ ও ন্যায়ের পথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



Our Like Page