শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিবেদক:
ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে শতভাগ টাকা জমা না নিয়ে (৬ লাখ ১৮ হাজার ডলার) যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৪১ লক্ষ টাকা জমানিয়ে যশোরের নওয়াপাড়া বাজারের ইউনাইটেড কোল কোম্পানির নামে গত ২০/১১/২০২৪ তারিখে প্রাই ৮০কোটি টাকা ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দেয় যশোরের নওয়াপাড়া ইসলামী ব্যাংক শাখার তৎকালীন ম্যানেজার পিএলসি। যার (এলসি) মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী। নং-০৯০৫২৪০১০১৬৫।

সাথে সাথে ২৪/১১/২০২৪ তারিখে ঋণপত্র (এলসির) এমাউন্ট বৃদ্ধি করার অনুমতি দেয় হয় উক্ত শাখা থেকে। ৭০কোটি টাকা পরিশোধের জন্য ইউনাইটেড কোল কোম্পানির মালিক তোফায়েল আহম্মাদ স্বাক্ষরিত, ২৯/০১/২০২৫ তারিখে ১০কোটি টাকা , ১২/০২/২০২৫ তারিখে ১০ কোটি টাকা, ২০/০২/২০২৫ তারিখে ২০ কোটি টাকা, ২৮/০২/২০২৫ তারিখে ১৭ কোটি টাকা, ১০/০৩/২০২৫ তারিখে ১৩কোটি টাকার ৫ টি চেক ব্যাংকের অনুকূলে জমা দেয় কিন্তুু সেই চেকের টাকা অদ্যবধি ব্যাংকের অনুকূলে জমা হয়নি।

এছাড়াও তথ্য অনুসন্ধানে দেখা গেছে ইউনাইটেড কোল কোম্পানির মালিক তোফায়েল আহম্মাদের একাধিক ঠিকানা ব্যবহার করে বিভিন্ন কাগজ পত্র জমা দিয়ে একাউন্ট খোলা হয়েছে। তার জাতীয় পরিচয় পত্র নং -৯১১৩০৭০৪৮৫ পিতা: আব্দুল আজিজ তার ঠিকানা উল্লেখ করা হয়েছে, বাসা/হোল্ডিং নং-১৪০ লেক সার্কাস ডাকঘর: নিউমার্কেট ধানমন্ডি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১২০৫ এছাড়াও আয়কর প্রত্যয়ন পত্রে তার বর্তমান ও ব্যবসায়ী ঠিকানা দেওয়া হয়েছে, ২০/৪,উওর ধানমন্ডি ২য় তলা পশ্চিম পান্থপথ, কলাবাগান, ঢাকা। এখানে স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে, গ্রাম+ডাকঘর+থানা জীবননগর জেলা: চুয়াডাঙ্গা। যশোরের নওয়াপাড়া পৌরসভা থেকে নেয়া ট্রেড লাইসেন্সে তার ব্যবসায়ী ঠিকানা ব্যাবহার করা হয়েছে, হোল্ডিং নং-২৫০ দোকান নং-৩ নওয়াপাড়া কৃষি ব্যাংকের নিচে অভয়নগর যশোর এবং স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ৫২/২, ডাইনেষ্ট ওয়েড টাওয়ার ১১তম ফ্লোর) ওয়েষ্ট পান্থপথ, ঢাকা ১২০০ এই বিভিন্ন স্থানের ঠিকানার কাগজ পএ দিয়েই ব্যাংকে একাউন্ট খুলে মোটা অংকের ঋণ গ্রহন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ফলে ইউনাইটেড কোল কোম্পানির নামে ইসলামি ব্যাংক থেকে নেওয়া ৭০কোটি টাকা আদায়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার তৎকালীন ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই বিষয়ে ফোনে কথা বলা যাবে না। সামনা সামনি কথা বলতে হবে বলেই ফোন কলটি কেটে দেন। পরবর্তিতে আবারও যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন টি বন্ধ পাওয়া যায়।



Our Like Page