দক্ষিণ বাংলা ডেস্ক:
ইসলামী যুব আন্দোলন শশীভুষন থানাধীন জাহানপুর ইউনিয়ন শাখায় আজ একঝাঁক তরুণ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এই যোগদান ইসলামী নৈতিকতা ও আদর্শ প্রচারের লক্ষ্যে সংগঠনের শক্তি ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। তারা তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ, এবং তাদের আদর্শিক ভূমিকা সমাজে ন্যায় ও নৈতিকতার ভিত্তি গড়তে সাহায্য করবে।”
নতুন সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে আমরা ইসলামের সঠিক পথে চলার সুযোগ পাব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে ইসলামের মহান আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করব।”
অনুষ্ঠানের শেষে মোনাজাতের মাধ্যমে নতুন সদস্যদের সংগঠনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়। উপস্থিত সকলে ইসলামী যুব আন্দোলনের অগ্রযাত্রা এবং নতুন সদস্যদের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।