শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার:
চরম বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে আজ ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে চরফ্যাশন বিজি টাউন হল মিলনায়তনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার সময় প্রবল বৃষ্টি সত্ত্বেও শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা এই আয়োজনে অংশগ্রহণকারীদের ইসলামী আন্দোলনের প্রতি আন্তরিকতা এবং উৎসাহের প্রতিফলন বহন করে।

সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা দক্ষিন এর সভাপতি মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিন এর সভাপতি সহ প্রমুখ।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। তিনি যুবকদের এই আন্দোলনের সাথে আরো নিবিড়ভাবে জড়িত হওয়ার জন্য আহ্বান জানান এবং বলেন যে, বর্তমান প্রজন্মের তরুণদের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, যা মানুষের জীবনধারার পরিবর্তনের জন্য কাজ করছে।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল আমিন তার প্রধান বক্তার বক্তব্যে যুবসমাজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, যুবসমাজ হলো একটি জাতির মেরুদণ্ড এবং তারা যদি নৈতিকভাবে শক্তিশালী হয়, তবে সেই জাতির ভবিষ্যত হবে আলোকিত। তিনি উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সকলেরই লক্ষ্য হওয়া উচিত সমাজে ইসলামী আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, এবং এই কাজে যুবকদের ভূমিকা অপরিসীম।” তিনি আরো বলেন, “ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভোলা জেলা সভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবু ইউসুফ। তারা ইসলামী আন্দোলনের স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং সংগঠনের সামগ্রিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বামুক জেলা সদর মাওলানা মুহাম্মাদ মহিউদ্দিন ইসলামী আন্দোলনের সাথে জড়িত যুবকদের অগ্রগতির উপর জোর দিয়ে বলেন, “আমাদের সবার উচিত ইসলামী আন্দোলনকে সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করা, যাতে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনসমূহের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সবাই ইসলামী আন্দোলনের গুরুত্ব এবং এ আন্দোলনের মাধ্যমে সমাজের পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করেন। বক্তারা বলেন, ইসলামই আমাদের মুক্তির পথ দেখাবে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।

এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা, সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা, এবং তরুণ প্রজন্মকে ইসলামী চিন্তা ও আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করা। এছাড়াও, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা তাদের এলাকার কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট প্রদান করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে কীভাবে আরো কার্যকরী করা যায়, তা নিয়ে মতবিনিময় করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে আয়োজকরা ইসলামী আন্দোলনকে আরো শক্তিশালী করার এবং দেশব্যাপী এই আন্দোলনকে সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। বক্তারা জানান যে, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য কেবলমাত্র রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, যার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

উপস্থিত সবার মধ্যেই একটি স্পষ্ট অঙ্গীকার ছিল যে, তারা সমাজে শান্তি, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।



Our Like Page