রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
এক নজরে :
শার্শার অগ্রভুলোট সীমান্তে ইছামতী নদীতে ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী আটক সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

এইচএসসি পরীক্ষায় ফেল করায় প্রেমিকাকে হারানোর ভয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

দক্ষিণ বাংলা ডেস্ক:
এইচএসসি পরীক্ষায় ফেল করায় আব্দুল্লাহ আল নোমান নামের এক পরীক্ষার্থীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) গাইবান্ধার সদর উপজেলার কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্যাপুর সরকারি কলেজের লেখাপড়া করতেন। সে এই কলেজে বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল। আব্দুল্লাহ আল নোমান এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে থেকে জানার পর পরই বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার মা কিস্তি দিতে এলাকার এক বাড়িতে যায় এবং তার বাবা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এরপর তার বাবা ঘরে এসে দেখে গলায় ফাঁস দিয়েছে সে। তখন তাকে অজ্ঞান অবস্থায় পান তিনি। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। ফলাফল খারাপ হওয়ায় প্রেমিকাকে হারানোর ভয়ে ও বিভিন্ন মানসিক চাপ সহ্য না করতে পেরে এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা।

তবে স্বজনরা বলেন, এক বিষয়ে ফেল করায় সে এই ঘটনা ঘটায়। এছাড়া অন্য কোন ঘটনা এরসঙ্গে সম্পৃক্ত নেই। ইসলামের রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ওসি মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, নিহতের বাবার অভিযোগে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।



Our Like Page