দক্ষিণ বাংলা ডেস্ক :
আজ (২৬ অক্টোবর) শনিবার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো । এ উপলক্ষে ক্লাবের সদস্য সংগ্রহের জন্য শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ ও এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত জ্ঞান প্রসারের লক্ষ্য নিয়ে এই ক্লাবের যাত্রা শুরু হলো।
ফরম প্রদান এবং আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মাননীয় এডভাইজার ফৌজিয়া ইয়াসমিন ম্যাম, মডারেটর জনাব রিফাত হাসান, এডভাইজরি মেম্বার জনাব নাহিদ হাসান এবং এডভাইজরি মেম্বার আনিকা তাসনিম ইসলাম ম্যাম।
এছাড়াও এক্সিকিউটিভ বডি, সাব-এক্সিকিউটিভ বডির সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্লাবের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তির জ্ঞানকে প্রসারিত করা।
এফআইইউ কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের এই যাত্রা শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।