শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

কমিউনিটি বেইজড লার্নিং সেন্টার ‘আমাদের স্কুল’-এর উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন

মাসুদ মাহাতাব ঢাকা:
রাজধানীতে আজ সার্ভিসেস ফর সোশ্যাল এন্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট-সিড ফাউন্ডেশন এর উদ্যোগে এবং চিত্রকারখানা ও মেয়ে-এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি বেইজড লার্নিং সেন্টার: আমাদের স্কুল”-এর উদ্বোধন এবং গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্থানীয় কমলাপুর এবং মুগদা থানার অফিসার ইন চার্জ, এমটিভি বাংলাদেশ এবং মাহফুজা গ্রুপের প্রতিনিধি,সমাজকর্মী, স্বেচ্ছাসেবক, শিশু, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় ফিতা কেটে লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে। উদ্বোধনের পর শিশুদের অংশগ্রহণে হাতে-কলমে হাত ধোয়ার কার্যক্রম, সচেতনতামূলক আলোচনা এবং আনন্দঘন সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।

তারা সিড ফাউন্ডেশন ও সহযোগী সংগঠন চিত্রকারখানা এবং মেয়ে-কে এমন মানবিক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানান। অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করবে এবং তাদের আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম। তিনি বলেন, “আমাদের স্কুল” শুধুমাত্র একটি লার্নিং সেন্টার নয়; এটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষার ক্ষেত্র, যেখানে শিক্ষা, সচেতনতা এবং মূল্যবোধ গড়ে ওঠে একসাথে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী ও উপহার বিতরণ করা হয়। শিশুরা আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে উপহার গ্রহণ করে এবং হাত ধোয়া ও পরিচ্ছন্নতা সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসো সচেতন হই সোসাইটির সভাপতি জনাব মাজহারুল ইসলাম, চিত্রকারখানা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসতিয়াক প্রত্যয় এবং মেয়ে-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ মাইশা। এছাড়াও সিড ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



Our Like Page