কাউখালী প্রতিনিধি:
গতকাল মধ্য রাতে হঠাৎ করে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কাউখালী পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের ইনচার্জ জনাব শহিদুল ইসলাম জানান, সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূএপাত হয়। ডিউটিম্যান জানানোর সাথে সাথে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। কেবল মেরামতের কাজ চলছে। ৬ টি ফিডারের মধ্যে ২ টি ফিডারে আগুন লাগে। ক্ষতির পরিমান আনুমানিক ২০ লক্ষ টাকার মতো। কেবল মেরামত না করা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। সমস্যা দূর করতে বর্তমানে কাজ চলমান রয়েছে। আজকের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে বলে নিশ্চিত করেন।