ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১নং নেওয়াশী ইউনিয়নের গাগলা বলদীটারী (মাস্টারপাড়া) এলাকার মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাম (৪০) এর নিজ বাড়ী থেকে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।