শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

খুলনায় নবাগত জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মালিক মাহদীর ইবনে জামান, জেলা প্রতিনিধি, খুলনা :

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুলনাবাসীর পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। 

খুলনা জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এড. নূরুল হাসান রুবার সভাপতিত্বে এবং এড. মাহফুজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, মোহাম্মদ সাইফুল ইসলাম অতীতে বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা বাহাদুর বেপারীর সাথে যুক্ত ছিলেন এবং তার সময়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ ওঠে। 

বক্তারা আরও অভিযোগ করেন, সাইফুল ইসলাম মাঠপর্যায়ে সরকারের আদেশ অনুযায়ী কাজ করেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা বলেন, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে দ্রুত খুলনা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। 

উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলামকে ৯ সেপ্টেম্বর খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।



Our Like Page