মালিক মাহদীর ইবনে জামান, খুলনা থেকে:
খুলনা শহরের ২২টি মোড়ের পুনর্নির্মাণ কাজ চলছে। যার জন্য বরাদ্দ প্রায় ১২ কোটি টাকা।
খুলনা মহানগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে ১২ কোটি টাকা ব্যয়ের এক বিশাল প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২২টি গুরুত্বপূর্ণ মোড়ের সৌন্দর্যবর্ধন ও পুনর্নির্মাণ কাজ চলছে।
ইতোমধ্যে নতুন রাস্তা, গোয়ালখালী, পিটিআই ও ময়লাপোতা মোড়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) উদ্যোগে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো শহরের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের সংস্কার এবং নাগরিক জীবনমানের উন্নয়ন করা। এর সাথে থাকবে রাস্তা প্রশস্তকরণ, আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, আরসিসি ও ব্রিকের কাজ, সিটিং জোন, এবং বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধন।
কেসিসি সূত্রে জানা যায়, ইতোমধ্যেই কিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত, নতুন রাস্তা মোড়ের পুরোনো ইলেকট্রিক পোল অপসারণের কাজ শুরু হয়েছে, এবং পার্কের সাদৃশ্য একটি সিটিং জোন তৈরি হচ্ছে। পিটিআই মোড়ে তৈরি হচ্ছে একটি নতুন ফুট ওভারব্রিজ, যা পুরো শহরের আধুনিকায়নের নতুন চিত্র তুলে ধরবে।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে নগরীর সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের পুনর্নিমাণসহ উন্নয়নমূলক অবকাঠামো নির্মানের লক্ষ্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোহাম্মাদ আলী জানান,‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্রকল্পটির বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
নগরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এই প্রকল্প খুলনাকে এক পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করবে বলে ধারণা করা হচ্ছে।