মালিক মাহদীর ইবনে জামান, খুলনা জেলা প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, এক সভায় খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণার প্রেক্ষিতে সাধারণ সদস্যরা জরুরি সভার আহ্বান করেছেন, যা আগামী সোমবার সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভাটি সমন্বয় করবেন প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন, আবু হেনা মোস্তফা জামাল ও আবুল হাসান হিমালয়।একই দিন, সোমবার দুপুর ১২টায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তলবী সভায় প্রেস ক্লাবের সকল স্থায়ী সদস্যদের এবং ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও দোয়া মাহফিলে ক্লাবের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত খুলনা প্রেস ক্লাবের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। খুলনা প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত কর্তৃক ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, প্রেরিত দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।