শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

চিরনিদ্রায় শায়িত হলেন ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
শার্শা উপজেলার নাভারন-বুরুজবাগানে চিরনিদ্রায় শায়িত হলেন ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। রবিবার (৫ জানুয়ারি-২৫) দিবাগত রাত ১২টার সময় তিনি নাভারনের বুরুজবাগান ‘হাসপাতালের পাশের্^’ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন যশোর জেলার শার্শা উপজেলার নাভারন-বুরুজবাগান গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

সোমবার বেলা ১১টার সময় নাভারন-বুরুজবাগান মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন শার্শা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। গার্ড অব অনার প্রদাণ শেষে উক্তস্থানে জানাজা সম্পন্ন হয়ে মরহুমের বাড়ির পাশের্^ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধাকে যারা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়েছেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, আনছার আলী, বাবলা রহমান, মতিয়ার রহমান, ইসলাম সর্দার, শহিদুল্লাহ, আব্দুল মান্নান, দ্বীন মোহাম্মদ দিনু মল্লিক, ফজলুর রহমান, ওয়াদুদ নবী, কালু মিয়াসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা-সদস্য।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য সচিব হাসান জহিরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সূধীবৃন্দ।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।



Our Like Page