শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

চির বিদায় নিয়ে চলে গেলেন,বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের শামসের মোড়ল

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
পৃথিবীর মায়া ত্যাগ করে’ না’ ফেরার দেশে চলে গেলেন শার্শার ৩নং বাহাদুরপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড স্ববাংহুদা গ্রামের মোঃ শামসের মোড়ল।

(২০ আগস্ট বুধবার ) ভোর সাড়ে ৫ টার সময় স্ববাংহুদা গ্রামের মোঃ শামসের মোড়ল, দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ হয়ে, যশোর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৬৬) বছর। তিনি ১স্ত্রী, ২ ছেলে ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। ২০/০৮/২৫ বুধবার সকাল ১১টার সময় ১ নং ওয়ার্ড স্ববাংহুদা গ্রামের হাটখোলা জামেমসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।

এসময় বাংলাদেশ জামাত ইসলামী সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, মাওলানা ইউসুফ আলি – বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা।

আরো উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস – সাবেক অধ্যক্ষ বেনাপোল মনে উলুম ফাজিল মাদ্রাসা, মাওলানা ইয়াকুব আলী – সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ।

আরোও উপস্থিত ছিলো,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিলিয়াত হোসেন বিলা,সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান,৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম গুন্ডু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ এবং সরবানহুদা গ্রামের দুই মসজিদের ইমাম সাহেব ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।



Our Like Page