রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
এক নজরে :
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী আটক সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

চুয়াডাঙ্গায় ‘আমরা বিএনপি পরিবার’ পৌঁছে দিলেন সহমর্মিতার বার্তা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের শহীদ শাহরিয়ার শুভ’র শোকাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান সুদূর লন্ডনে থাকলেও তিনি দেশের প্রতিটি প্রান্তে খবর রাখেন। কে কোথায় কি অবস্থায় আছে তা সবকিছুই জানেন তারেক রহমান। এজন্যই তিনি চুয়াডাঙ্গার মতো ছোট্ট এলাকার প্রত্যন্ত অঞ্চলে তার টিম পাঠিয়েছেন। শুধু তাই নয়, ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এটি একটি অনন্য দৃষ্টান্ত।
‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ২টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আমরা এখানে এসেছি তাদের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা শহীদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি, যারা বেশি আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০ এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিনের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না। আমরা এগুলো ঢাকা শহরে খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি। এছাড়া দেশের প্রতিটি জেলায় শহীদ ও আহত পরিবারের কাছে আমরা যাবো, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, বলেন আতিকুর রহমান রুমন।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান। আমরা বিএনপি পরিবারের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শামীম হাসান টুটুল, কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মোহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ। এছাড়া চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সভাপতি সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে চুয়াডাঙ্গায় ১টি শহীদ ও ১টি আহত পরিবারের সাথে মতবিনিময়ের পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন প্রতিনিধি দলটি।



Our Like Page